করোনায় বিশ্বে মৃত্যু ১৪ লাখ ছাড়িয়েছে
করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর এই মৃত্যুর মিছিলের গতি আরও বেড়েছে। মঙ্গলবার বিশ্বে মৃত্যু ১৪ লাখ ছাড়িয়েছে। করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯ টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় ১৪ লাখ ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি ৯৭ লাখেরও বেশি। এর মধ্যে সুস্থের সংখ্যা ৪ কোটি ১৩ লাখ।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক কোটি ২৭ লাখ ৮৩ হাজারের বেশি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৬৩ হাজারের বেশি। মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৬০ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে।