বড়লেখায় চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

বড়লেখায় চাঞ্চল্যকর আমির উদ্দিন (৬৫) হত্যা মামলার ২ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে এজাহার নামীয় আসামী আব্দুল্লাহ (২৬) ও হোসেন আহমদ (৩৫)। আব্দুল্লাহ উপজেলার নিজ বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং হোসেন আহমদ একই গ্রামের আব্দুল হাসিবের ছেলে। সোমবার দুপুরে পুলিশ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গত ৯ সেপ্টেম্বর রাতে প্রতিপক্ষের নির্মম হামলায় আহত দিনমজুর আমির উদ্দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে পাড়ি জমান না ফেরার দেশে।

জানা গেছে, ৯ সেপ্টেম্বর রাতে নিজ বাহাদুরপুর ইউপির (এরাল বিলের) বাউরিলখাল এলাকায় অস্থায়ী বসতঘরে দিনমজুর আমির উদ্দিন ও তার স্ত্রী বিলকিছ বেগমের ওপর স্থানীয় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। বিলকিছ বেগম চিৎকার করলে তার চুল কেটে রাস্তায় ফেলে রেখে আমির উদ্দিনকে পার্শ্ববর্তী টিলায় নিয়ে উপর্যুপরী আঘাতে তার দুই পা, দুই হাত, কোমর ভেঙ্গে দেয়। মাথার এক পাশ দিয়ে শিকল ঢুকিয়ে আরেক পাশ দিয়ে বের করে, জিহ্বার একাংশ কেটে ফেলে। দুই কানের ভিতরে ছিদ্র ও ঘাড় ভেঙ্গে দেয়। পরে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে যায়। ভোরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি মারা যান।
নির্মম নির্যাতনে নিহত আমির উদ্দিনের মেয়ে জেনেফা বেগম জেবা ১১ সন্ত্রাসীর নাম উল্লেখ করে বড়লেখা থানায় মামলা করেন।

থানার ওসি (তদন্ত) রতন দেব নাথ জানান, আমির হত্যা মামলার এজাহার নামীয় আসামী আব্দুল্লাহ ও হোসেনকে রোববার দুপুরে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এ নির্মম হত্যা মামলার অন্যান্য আসামি গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ