ডিমের খোসার গুণাগুণ….

ডিমের খোসার মধ্যে অনেক ধরনের গুণাগুণ লুকিয়ে আছে। এ খোসা রূপচর্চা থেকে শুরু করে গৃহস্থলীর নানা কাজে ডিমের ব্যবহার করা যায়। টোটকা হিসেবে কাজে লাগে ডিমের খোসা।

কফির স্বাদে তেঁতো ভাব থাকলে তাও কাটানো যায় ডিমের খোসার গুড়ো দিয়ে। উজ্জ্বল ত্বক পেতেও কাজে আসে ডিমের খোসা। ডিমের সাদা অংশের সঙ্গে দুটি ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে মিসিয়ে মুখে লাগালে ভালো ফল পাওয়া যায়।

গাছে পোকার উপদ্রব বাড়লে, গাছের গোঁড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিলে ভালো উপকার পাওয়া যায়। ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম, যা গাছের স্বাস্থ্যও ভালো করবে।

বাসনের তেল ও পোড়া দাগ ডিমের খোসা ব্যবহারে দ্রুত দূর হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ