ত্বকের যৌবন ফিরবে করলা

রূপবিশেষজ্ঞদের মতে, চেহারায় বয়সের ছাপকে দূরে রাখতে যেসব সবজির ওপর ভরসা করা যায়, তাদের মধ্যে করলা অন্যতম। করলা চামড়ার ভাঁজ দূর করতে সাহায্য করে। আসুন জেনে নেই, কীভাবে করলা ব্যবহার করলে চেহারায় বয়সের ভাঁজ দূর করা যাবে।

● করলায় রয়েছে প্রচুর ভিটামিন সি। তাই ত্বককে টানটান রাখতে এর জুড়ি নেই। প্রতিদিন করলা সিদ্ধ করে তাতে লেবু ও লবণ যোগ করে খান। এতে ত্বকের জৌলুস বজায় থাকবে দীর্ঘদিন।

● করলার রসের সঙ্গে কমলালেবুর রস মিশিয়ে তা মুখে মাখলেও উপকার পাবেন। এই মিশ্রণ মুখে লাগিয়ে অপেক্ষা করুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। মৃতকোষ ঝরিয়ে উজ্জ্বলতা আনে এই মিশ্রণ।

● করলা রক্তের মধ্যেকার ক্ষতিকর পদার্থকে বিনষ্ট করে রক্তকে পরিশুদ্ধ রাখে। যার প্রভাব এসে পড়ে ত্বকেও। তাই ত্বক থেকে বয়সের ছাপ সরাতে ও ত্বককে সুন্দর রাখতে প্রতিদিন সকালে করলার রসও খেতে পারেন।

● করলার বীজ সরিয়ে, তা বেটে মুখে লাগান। সপ্তাহে তিন দিন এই ফেসপ্যাক ব্যবহার করলেই ত্বকের যৌবন ফিরবে রাতারাতি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ