মৌলভীবাজারে কুশিয়ারা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার মাধ্যমে গ্রাম বাংলার আদি সংস্কৃতির রূপ-লাবণ্য দৃশ্যায়ন হয় বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কুশিয়ারা নদীর তীরে। মৌলভীবাজার সদর উপজেলাধীন শেরপুর হামরকোণা-ব্রাহ্মণগ্রামের যুবসমাজের উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার নান্দনিক রূপ, রস উপভোগ করতে শামিল হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম দম্পতি।
নৌকা বাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪ জেলার বিভিন্ন স্থান থেকে থেকে আসা ১৪টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে নবীগঞ্জ উপজেলার সাজু শাহ. র তরী, ২য় স্থান অর্জন করে জগন্নাথপুর উপজেলার সোনার বাংলা তরী ও তৃতীয় স্থান অর্জন করে সুনামগঞ্জের উড়াল পবন নামের নৌকা। নৌকা বাইচ পরিচালনা কমিটির পক্ষ থেকে বিজয়ীকে একটি ফ্রিজ ও রানার্স আপ ও ৩য় স্থান অর্জনকারী নৌকার মালিককে একটি করে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসেবে দেওয়া হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, যুক্তরাজ্য প্রবাসী জাবেদ আহমদ রনি, স্থানীয় আ’লীগ নেতা আব্দুল হাকিম, অলিউর রহমান, আশরাফ আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আতিকুল ইসলাম বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যের ধারা বহনকারী নৌকা বাইচ প্রতিযোগিতাসহ বিভিন্ন লোক সংস্কৃতি চর্চা ছাড়া বাঙ্গালির অতীত ঐতিহ্যকে ধরে রাখা যাবে না। নৌকাবাইচের মতো প্রতিযোগিতা যারা আয়োজন করতে পারে তারা কখনও মাদকাসক্ত হতে পারে না। তিনি আরও বলেন নৌকার ইঞ্জিন একটি শুধু সামনে এগিয়ে যায়। আর বাংলাদেশ আ’লীগের মার্কা নৌকা। শেখ হাসিনার নৌকাও উন্নয়নে এগিয়ে চলেছে।
মেয়র আতিকুল ইসলাম ব্যক্তিগতভাবে বিজয়ী, রানার্সআপ ও ৩য় স্থান অর্জনকারী নৌকার মালিককে যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা উপহার দেন।