বড়লেখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় একটি বেকারিতে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে বড়লেখা পৌর এলাকার গ্রামীণ ফুড বেকারিতে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। এসময় থানার এসআই মো. শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন, খাদ্যে নিম্নমানের রং মেশানো, অগ্রিম উৎপাদন তারিখ প্রদান ও মূল্য তালিকা না থাকার অপরাধে বেকারি মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পোড়া তেল, নিম্নমানের রং জব্দ করে তা ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।