হোয়াটসঅ্যাপ কয়েক ঘণ্টা ডাউন ছিল!
বিশ্বজুড়ে গুগলের জিমেইল সেবা ব্যাহত হওয়ার পর ফেইসবুকের হোয়াটসঅ্যাপ কয়েক ঘণ্টা ডাউন ছিল বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী।
হোয়াটসঅ্যাপ সংক্রান্ত খবর প্রকাশকারী ওয়েবসাইট ওয়াবেটাইনফো বলছে, অনেক ব্যবহারকারী জানিয়েছেন তারা মেসেজ পাঠাতে কিংবা দেখতে পাচ্ছেন না। কয়েকটি দেশে কানেকশন লসের মতো নোটিফিকেশনও আসে। ওয়াবেটাইনফো মনে করছে, সমস্যাটি হোয়াটসঅ্যাপের সার্ভার সংক্রান্ত। তারা লিখেছে, ‘হোয়াটসঅ্যাপে আংশিক বিভ্রাট দেখা গেছে। সার্ভার ডাউন থাকায় সার্ভিসটি ব্যবহার করা যায়নি। তবে কিছু ব্যবহারকারী আবার ব্যবহার করতে পারছিলেন। ’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, হোয়াটসঅ্যাপ তাদের ত্রুটি দ্রুত ঠিক করতে সক্ষম হয়েছে।
ডাউনডিটেকটরের তথ্য অনুযায়ী, গতকাল রাত ৯টার দিকে হোয়াটসঅ্যাপে ত্রুটি দেখা যায়। ৬৬ শতাংশ ব্যবহারকারী সংযোগ সংক্রান্ত সমস্যায় পড়েন। ৩২ শতাংশ মেসেজ সেন্ড অথবা রিসিভ করতে পারেননি। এক শতাংশ মানুষ আবার অ্যাকাউন্টে লগইন করতে পারেননি।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টা থেকে গুগলের জিমেইলে সমস্যা শুরু হয়।
ব্যবহারকারীরা মেইল পাঠাতে পারছিলেন না। পাশাপাশি ফাইল অ্যাটাচ করতে সমস্যা হচ্ছিল। হোয়াটসঅ্যাপ দ্রুত তাদের ত্রুটি ঠিক করতে পারলেও গুগলের সময় লেগেছে সাত ঘণ্টার মতো।