৪ দিন বন্ধ থাকার পর শেরপুরে সিলেট-ঢাকা মহাসড়ক খুলে দেয়া হচ্ছে

 

চার দিন বন্ধ থাকার পর ব্যস্ততম সড়ক ঢাকা-সিলেট মহাসড়ক ৭ ই জুলাই মঙ্গলবার সকাল ৬ টা থেকে গাড়ী চলাচল এর জন্য খুলে দেয়া হবে। শেরপুর ও কাগজপুর সেতু মেরামতের জন্য সড়কটি গত ৩ জুলাই ভোর ৬ টা হতে ৭ জুলাই ভোর ৬ টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২ তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭ তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্থ ডেকস্ল্যাবে মেরামত করার জন্য গুরত্বপূর্ণ এই সড়কটি বন্ধ ছিলো।

মেরামত কাজ চলাকালীন সেতু দুটির উপর দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকায় মানুষের চরম ভোগান্তি হয়েছে। এই সড়কটি বন্ধ থাকাকালীন সময়ে সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সকল প্রকার যানবাহনকে বিকল্প পথ হিসেবে ঢাকা থেকে মিরপুর অথবা শেরপুর হয়ে মৌলভীবাজার সদর হয়ে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহার করতে হয়েছে।

এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে গাড়ী চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ