জুড়ী প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময়
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল আমিন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাথে মতবিনিময় করেছেন। রোববার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময়কালে ইউএনও আল-ইমরান রুহুল আমিন বলেন, জুড়ীর যে কোন সমস্যা-সম্ভাবনার বিষয়ে প্রশাসন-সাংবাদিক যৌথ ভাবে কাজ করলে অনেক কিছু সহজ হবে।
এ সময় জুড়ী থানার অফিসার ইনচার্জ ও জুড়ী উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য মো: জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, বর্তমান সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব আলম রওশন, সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমেদ, অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান, প্রচার সম্পাদক শামীম আহমদ, দপ্তর সম্পাদক মো: বেলাল হোসাইন, কার্যনির্বাহী সদস্য বদরুল ইসলাম, আশরাফ উদ্দিন, শাহআলম প্রমুখ উপস্থিত ছিলেন।