ছাতকে পানিবন্দী পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ
সুনামগঞ্জ জেলার ছাতকের ছৈলা- আফজালাবাদ ইউনিয়নের বন্যা কবলিত গৃহবন্দী পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (০৪ জুলাই) সকালে বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির, সহকারী কমিশনার( ভুমি) তাপশ শীল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, পি আই মাহবুব আলম, ট্যাগ অফিসার শফিউর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান, জহির আলী, ইউপি সদস্য দিদার আলম, শেখ নোয়াব আলী, চন্দ্রমালা, আসনা আক্তার, ইউপি সচিব বকুল মালাকারসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের কর্মীরা উপস্থিত ছিলেন।
বিগত মার্চ হতে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে ও মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী অসহায় ও কর্মহীন থাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানবিক সহায়তা অব্যাহত আছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় যখন হিমশিম খাচ্ছেন সবাই ঠিক এই মুহূর্তে অকাল বন্যায় কবলিত হয়ে পড়েছে দেশের একটি বড় অংশ। ছৈলা- আফজালাবাদ ইউনিয়নের সবকটি গ্রামই পানিবন্দী হয়ে পড়েছে। ফলে অসহায় হয়ে পড়েছেন প্রায় পুরো ইউনিয়নবাসী। করোনা পরিস্থিতির পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবেলায় ও অব্যাহত রয়েছে সরকারের মানবিক সহযোগিতা। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ২৫০ টি পরিবারের মাঝে চাল ও শুকনো খাবার বিতরন করা হয়েছে বলে জানান উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গয়াছ আহমদ।