নবদিগন্ত সমাজকল্যান সংঘের ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন

 

সিলেট জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন ও ছাত্র পরিষদের সার্বিক সহযোগিতায় এবং নবদিগন্ত সমাজকল্যান সংঘের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে শুক্রবার (০৩ জুলাই) দিনব্যাপী ফ্রি হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্প ও কোভিড-১৯ প্রতিষেধক ঔষধ বিতরন করা হয়।

এ উপলক্ষে এক উদ্বোধনী সভা অনুষ্টিত হয়। সংঘটনে সভাপতি হাফিজ জুবায়ের আহমেদের সভাপতিত্বে ও জিহাদ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট সাইফুর রহমান, অত্র বিদ্যালয়ের সভাপতি আবু মিয়া চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, ডাঃ আবুল হোসেন, ডাঃ এম কে খান, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনে সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, নবদিগন্ত সাধারন সম্পাদক রিপন আহমেদ।

উপস্থিত ছিলেন ডাঃ আবুল হাসান চৌধুরী, ডাঃ লোকমান হাকিম, ডাঃ এম এস জাহিদ, ডাঃ আমেনা বেগম, ডাঃ জুয়েল আহমেদ, সাবেক মেম্বার মোঃ আব্দুল আলী, গোরারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খালিছুর রহমান প্রমুখ।
সারা দিন প্রায় দুই শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয় এবং পাঁচ শতাধিক মানুষ কে এন্টিবডি আর্সেনিক অ্যালবাম-৩০ দেয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ