বজ্রপাতে সুনামগ‌ঞ্জে ২ জেলের মৃত্যু

সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ঝড় ও বজ্রপাতের কবলে নিখোঁজ আব্দুল আউয়ালের (২৯) মৃত্যু হ‌য়ে‌ছে। একই ঘটনায় এর আগে বাবুল মিয়া (৩০) নামে আরও একজন জেলের মৃত্যু হয়।

উপজেলার মধ্যনগর থানার হারিবন হাওরে বৃহস্পতিবার রাত সা‌ড়ে ১১টার দিকে এ ঘটনা ঘ‌টে ব‌লে জানান মধ্যনগর থানার ও‌সি আব্দুল্লাহ আল মাম‌ুন। মৃতরা ওই থানার আমজুরা গ্রামের বাসিন্দা।

তিনি জানান, উপজেলার কাহালা গ্রামের পাশে হরিবন হাওরে ৭ জন জেলে একটি নৌকা নিয়ে মাছ ধরতে যান। এসময় হাওরে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত হয়। বজ্রাঘাতে বাবুল মিয়া নৌকা থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় ঝড়োবাতাস ও ঢেউ এবং বজ্রাঘাতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন আব্দুল আউয়াল। প‌রে স্থানীয়‌দের সহায়তায় ভো‌রে হাওর থে‌কে আউয়ালের লাশ উদ্ধার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, নৌকায় থাকা অন্যরা হাও‌রের পা‌ড়ে অক্ষত অবস্থায় ফি‌রে এসেছেন। আর মৃত দুই জে‌লের লাশ উদ্ধার ক‌রে তার বা‌ড়ি‌তে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ