ঝুঁকিপূর্ণ মিলনগঞ্জ বাজার সংলগ্ন টংগর-তারাপাশা সেতু, নতুন সেতুর আশায় এলাকাবাসী

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সুরাই নদীর ওপর ৮০র দশকে নির্মিত টংগর-তারাপাশার সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

জানা যায়, সাবেক এমপি জনাব নাছির উদ্দিন চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েই সুরাই নদীর উপর এই সেতুটি নির্মাণ করেন। যার ফলে অত্র এলাকার সাথে টংগর গ্রামের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে উঠে। এ সেতুটি থাকার ফলে অত্র এলাকার মানুষ কম সময়ে দ্রুত জগন্নাথপুর ও সিলেট যাতায়াত করছে।
এ সেতুটিকে ঘিরেই প্রথমে সুরাই নদীর তীরে গড়ে উঠে হাট, হাট থেকেই চার গ্রামের সকলের ঐক্যে প্রতিষ্ঠা লাভ করে মিলনগঞ্জ বাজার। বর্তমানে বাজারের পাশেই সেতুটি অবস্থিত।

আশির দশকের এ পুরাতন সেতুটি এখন চলাচলের ক্ষেত্রে অনেকটাই ঝুঁকিপূর্ণ। প্রতিদিন চলাচল করছে হাজারো স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা। সেতুর পাশে অবস্থিত আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়, হেমন্ত মৌসুমে প্রতিদিন যাতায়াত করছে ৪ শতাধিক শিক্ষার্থী। তাছাড়া এই সেতু দিয়ে যাতায়াত করে মাদ্রাসা ও মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা।
সেতুটির রেলিং ভেঙ্গে পড়েছে অনেক আগে থেকেই, প্রায় জায়গায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। পিলারের রড বের হয়ে এলোপাতাড়ি ভাবে আছে। হেমন্ত মৌসুমে ইট পাথরের নৌকা সেতুর নিচ দিয়ে যায়না, ফলে ভোগান্তির শেষ নেই বড় বড় নৌকার মাঝিদের।

এলাকাবাসীর সাথে আলাপকালে বলেন, পুরাতন সেতুটি ভেঙ্গে নতুন সেতু নির্মাণ করা অত্র এলাকার মানুষের প্রাণের দাবী। এ প্রাণের দাবীকে বাস্তবায়ন করতে এমপি মহোদয়ের কাছে ও কয়েকবার যাওয়া হয়েছে, এমনকি জনসভায় ও তুলে ধরা হয়েছে। আমরা বার বার আশ্বাস পেয়েছি, তবে আশ্বাস বাস্তবে আজ অবধি রূপান্তরিত হয়নি।

এলাকাবাসী মাননীয় এমপি মহোদয়া জয়া সেন গুপ্তা’র সুদৃষ্টি কামনা করে আরো বলেন, আগামী হেমন্ত মৌসুমের শুরুতেই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হোক এটাই আমাদের প্রাণের দাবী।

এ বিভাগের অন্যান্য সংবাদ