জগন্নাথপুরে যুবলীগ সাঃ সম্পাদক লালন এর করোনা শনাক্ত, ফেসবুকে ভাইরাল

 

জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক থেকে জানা গেছে। এনিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে।

জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শাহারপাড়া এলাকার বাসিন্দা মোঃ আবুল হোসেন লালন করোনায় আক্রান্ত হয়েছেন মর্মে বিগত ২৩ শে জুন মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস ভাইরাল হয়। জগন্নাথপুরের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের অনেক নেতাকর্মীর ফেসবুক আইডিতে আবুল হোসেন লালনের করোনা শনাক্তের সংবাদ আপলোড করা হচ্ছে। তাঁহার সুস্থতা কামনায় দোয়া করার পাশাপাশি সকলের নিকট দোয়া চেয়ে নেতাকর্মী বৃন্দ পোস্ট করেছেন। তবে তিনি কোথায় কোন অবস্থায় এক কথায় কোন হাসপাতালে না বাসায় তা স্টাটাসে লেখা হয়নি। এনিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে। জনমনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আসলেই কি আবুল হোসেন লালন করোনাভাইরাস আক্রান্ত?

এই বিষয়ের সত্যতা জানতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন লালন এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সংযোগ বন্ধ থাকায় তাঁর মন্তব্য জানা যায়নি।

জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন জানান, মোঃ আবুল হোসেন লালন বেশ কিছুদিন ধরে সিলেট শহরের পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। ফেসবুকের মাধ্যমে জেনেছি তিনি করোনায় আক্রান্ত। এ বিষয়ে জানতে আমি তাঁর ব্যক্তিগত মোবাইলফোনে যোগাযোগের চেষ্ঠা করেও ফোনটি বন্ধ পেয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তাঁহার সু-স্বাস্থ্য কামনা করছি।

কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ বলেন, শুনেছি আবুল হোসেন লালন এর করোনা পজেটিভ। এর বেশী কিছুই জানা নেই। আমি তাঁহার সুস্থতা কামনা করছি।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মধু সুধন বলেন, আবুল হোসেন লালনের নমুনা জগন্নাথপুরে সংগ্রহ করা হয়নি। তাই বিষয়টি আমার জানা নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ