এড. খালেদ জুবায়েরের মাতার মৃত্যুতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সেক্রেটারির শোক

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এডভোকেট খালেদ জুবায়েরের মাতা নুরুন নাহার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।

আজ (২৫ জুন) এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এডভোকেট জুবায়ের এর মাতা নুরুন নাহার এর মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত হয়েছি। ধর্মপ্রাণ ও পরোপকারী মহিলা হিসেবে মরহুমা নুরুন নাহার তাঁর নিজ এলাকার মানুষের নিকট ছিলেন শ্রদ্ধাভাজন। উনার মৃত্যুতে আমরা শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে বেহেশত নসিব এবং সুখ-বিহ্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারনের ক্ষমতা দান করেন।

শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ