পাহাড়ি ঢলে প্লাবিত কোম্পানীগঞ্জ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। গত মঙ্গলবার দিবাগত রাতের পাহাড়ি ঢলে প্লাবিত হয় উত্তর রনিখাই ইউনিয়নের উৎমা, লামা গ্রাম, লাকির বাসা, নয়া বস্তি, কামাল বস্তি, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চিকাডহর, নারাইনপুর, ছনবাড়ী, জালিয়ারপাড়সহ বেশ কয়েকটি গ্রাম।
সরেজমিনে দেখা যায়, উত্তর রনিখাই ইউনিয়নের লামা গ্রামের একটি ব্রিজ ভেঙ্গে গেছে। রাস্তা-ঘাট ও বাড়ি-ঘর পাহাড় থেকে আসা ঢলের পানিতে প্লাবিত হয়েছে। এলাকার লোকজন জানিয়েছেন হঠাৎ করে রাতে উৎমা নদীর পানি বাড়তে থাকে। আস্তে আস্তে এই পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী গ্রামগুলোর অধিকাংশ ঘর-বাড়ী ও রাস্থা ঘাট পানির নিচে তলিয়ে যায়। তবে সবচেয়ে ক্ষতি হয়েছে লামা গ্রামের। সেখানে ব্রিজের একটি অংশ পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেঙ্গে পরেছে। পশ্চিম ইসলামপুর ইউনিয়নের এই গ্রামগুলোতে কখনোই বন্য বা পাহাড়ি ঢলে প্লাবিত হতো না। গত ৩ বছর থেকে এই গ্রামগুলো আকস্মিক বন্যায় বা পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে।
এলাকাবাসী জানিয়েছেন পানি নিষ্কাশনের খালটি ভরাট করার কারনে এই সব গ্রাম প্লাবিত হচ্ছ। পানি নিষ্কাশনের রাস্ত না থাকায় চিকাডহর গ্রামের প্রধান রাস্থা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চলও প্লাবিত হতে যাচ্ছে ধীরে ধীরে। পাহাড়ি ঢলের পানি নিম্নাঞ্চলের দিকে আসায় উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন, তেলিখাল ইউনিয়ন ও ইসাকলস ইউনিয়নের কয়েকটি গ্রাম পানি বন্দী হয়ে পড়েছে।