নগরীর কুমারগাঁওয়ে হামলার শিকার শ্রমিকের মামলা, সমালোচনায় সেলিম আহমেদ ফলিক
সিলেট নগরীর কুমারগাঁও বাসস্ট্যান্ডের বাস অফিসের সামনে গত ১২ জুন শুক্রবার বেলা আড়াইটার দিকে অতর্কিত হামলার স্বীকার হন সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কুমারগাঁও শাখার সাবেক সহ সভাপতি মো. নাছির মিয়া। কোন কিছু বুঝে উঠার আগেই কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায় তার উপর। উপস্থিত জনসাধারণ আহত অবস্থায় তাকে নিয়ে ভর্তি করেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
উক্ত ঘটনায় গত রবিবার ১৪ জুন জালালাবাদ থানায় মো. নাছির মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন, মামলা নং- ০৪ তাং ১৪/০৬/২০২০ ইং
ধারা:- ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০
প্রাথমিকভাবে জানা যায়, মামলার এজাহারে ৬ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, কিছু দিন পূর্বে বাস শ্রমিক ও সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক শ্রমিকের সাথে টাকা আত্মসাৎ এর বিষয় নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরেই সেলিম আহমেদ ফলিকের সমর্থকেরা তার উপর এই হামলা চালিয়েছে।
এ ব্যাপারে মোঃ নাছির মিয়া বলেন, শ্রমিকের ন্যায্য পাওনা আদায়ের জন্য আমি আন্দোলনে নেমেছি। যার কারনেই আমার উপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই হামলার সঠিক বিচার পাওয়ার উদ্দেশ্যেই আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি হামলাকারীদের কঠোর শাস্তির দাবী জানাই যাতে আর কোন নিরীহ শ্রমিককে এই ধরনের হামলার শিকার না হতে হয়।
সেলিম আহমেদ ফলিক মুঠোফোনে কালের সিলেটকে বলেন, এই ঘটনা সম্পর্কে কোন কিছুই তাঁর জানা নেই এবং মামলার বিষয়ে ও তিনি অবগত নন।