সিলেটে বৃহস্পতিবার থেকে জোন ভিত্তিক লকডাউন
আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সিলেটে জোন ভিত্তিক লকডাউনের শুরু হবে। দেয়া হবে কঠোর নির্দেশনা। আজ মঙ্গলবার (১৬ জুন) সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ বৈঠকে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সিলেটকে তিনটি জোনে ভাগ করেছে সিসিক। করোনা আক্রান্তের পরিসংখ্যান অনুযায়ী জোন তিনটি হলো “রেড, ইয়োলো ও গ্রীন”। এর মধ্যে ১৯টি ওয়ার্ডকে রেড জোন, ২ টি ওয়ার্ডকে ইয়োলো জোন ও ৬টি ওয়ার্ডকে দেখানো হয়েছে গ্রীন জোন হিসেবে।
রেড জোনের তালিকায় থাকা নগরীর ১৯টি ওয়ার্ডের প্রতি কঠোর নির্দেশনা থাকবে সিসিকের। এই নির্দেশনা বাসা থেকে বের না হওয়ার মতো হুশিয়ারীও থাকতে পারে। একই ভাবে ইয়োলো জোনের ব্যাপারে একটি নির্দেশনা আসছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে নগরীর করোনা শনাক্ত হওয়াদের তালিকা যাছাই-বাছাই করে আমরা এই জোনিং করেছি। আগামী বৃহস্পতিবার পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়ে দেবো।