কুমারশাইল কল্যাণ প্রবাসী পরিষদ’র কমিটি গঠন: তাজিন সভাপতি দেলোয়ার সম্পাদক

কুমারশাইল কল্যাণ প্রবাসী পরিষদ’র কমিটি গঠন করা হয়েছে। ১৪ জুন রবিবার আন্তর্জাতিক সময় ১৯.০০ ঘটিকায় সংগঠনের পূর্বঘোষিত জরুরী অনলাইন সভায় কমিটি অনুমোদন করা হয়। বিশ্বের ১৫টি দেশে অবস্থানরত কুমারশাইলবাসীদের সমন্বন্বয়ে গঠিত সংগঠনটির কমিটিকে দুইটি স্তরে বিন্যস্ত করা হয় যথা- উপদেষ্টা পরিষদ ও পরিচালনা পরিষদ। এছাড়াও দেশভিত্তিক প্রতিনিধি চুড়ান্ত করা হয়।

কমিটির দায়িত্বশীলরা হলেন কার্যকরী পরিষদের সভাপতি – সাদিক তাজিন(ফ্রান্স), সাধারণ সম্পাদক – মু. দেলোয়ার হোসাইন(ইউকে), অর্থ সম্পাদক – রিয়াজ উদ্দিন সুহেল(স্পেন) এবং সাংগঠনিক সম্পাদক – সালাহ উদ্দিন(জার্মানী) উপদেষ্টা পরিষদের মনোনিত করা হয় যথাক্রমে হেলাল উদ্দিন(ইউকে), মর্তূজা হোসেইন(ইউএসএ), মাও. ফারুক উদ্দিন(ইউএসএ), ইলিয়াস আলী(ফ্রান্স) ও সোলায়মান আহমদ(কাতার)।

এছাড়াও আন্তর্জাতিক যোগাযোগের সমন্বয়ের জন্য ১৫টি দেশে মোট ১৮জন দেশভিত্তিক প্রতিনিধি নিযুক্ত করা হয়। প্রতিনিধিরা হলেন,
সৌদিআরব- জাহেদ আহমদ, ইউ.এ.ই- সামাদ উদ্দিন, ফরজান আলী, মোক্তার হোসাইন সুমন, আলিম উদ্দিন, কাতার- আমিনুল ইসলাম- দেলোয়ার হোসাইন, কুয়েত- সেলিম উদ্দিন, ওমান- মাসুম আহমেদ, বাহরাইন- কামিল আহমেদ, মালয়েশিয়া- জুবায়ের আহমদ, ইউ.এস.এ- মতিউর মুন্না, ব্রাজিল- শাহিন আহমেদ, ইংল্যান্ড- ফখরুল ইসলাম, ফ্রান্স- আব্দুল্লাহ আল মামুন উজ্জল, স্পেন- দেলোয়ার উদ্দিন আহমেদ, ইতালি- কলিম উদ্দিন, জার্মানী- সালাহ উদ্দিন এবং গ্রীস- আব্দুল হক প্রমুখ।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলরা এবং দেশভিত্তিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন। প্রত্যেকে সার্বজনীন অবোকাটামো উন্নয়ন, শিক্ষা ও সুস্থ-সংস্কৃতির অগ্রগতির মধ্য দিয়ে সামাজিক মুল্যবোধের বিকাশ ও উন্নয়ন সাধনে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সকলেই। উল্লেখ্য বিগত করোনাকালীন সময়ে লকডাউনে গৃহবন্দি নিম্ন আয়ের মানুষের জন্য বৃহদাকারে খাদ্য সহায়তার সম্মিলিত প্রকল্প গ্রহণ করেছিল সেখান থেকেই বিভিন্ন দেশে বসবাসরত কুমারশাইলবাসীদের একত্রিত হয়ে সামাজিক পরিসরে যৌথ পরিমন্ডলে কাজ করার সুযোগ হয়। সেখান থেকেই স্থায়ীভাবে সংগঠন করার পরিকল্পনা এবং আজ কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পথচলা শুরু করল সংগঠনটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ