নর্থ ইষ্ট হাসপাতালের সকল বিভাগে চিকিৎসা সেবা অব্যাহত

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন,সার্জারী, গাইনী, শিশু ,অর্থপেডিক্স, সিসিইউ, ইউরোলজী, নেফ্র্রোলজী, ক্যান্সার, ডেন্টাল ইউনিট সহ সকল বিভাগে ভর্তি রোগীদের সব ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

এছাড়া বহি:বিভাগে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখছেন। সিলেটের অভিজ্ঞ ডাক্তারগন স্বল্প খরচে সব ধরনের অপারেশন করছেন। যে কোন তথ্যের জন্য যোগাযোগ: ০৮২১৭২৪৪৪১-৩, ০১৭১৫৯৪৪৭৩৩, ক্যান্সার হাসপাতাল : ০১৭৯৯৪৫৬৯২৬।

এ বিভাগের অন্যান্য সংবাদ