কামরানের সুস্থতা কামনায় সেনপাড়ায় দোয়া ও মিলাদ
করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সহধর্মিনী আসমা কামরান, কাউন্সিলর আজাদ, মহানগর শ্রমিকলীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিমের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর সেনপাড়া পুরাতন জামে মসজিদে মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি ইলিয়াস আহমদ।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ৫নং টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান এস. এম. আলী হোসেন, পুষ্পায়ন ক্লাবের সভাপতি মোহন, জেলা শ্রমিকলীগের শ্রম বিষয়ক সম্পাদক শাহালম সুরুক, ৫নং টুলটিকর ইউপি মেম্বার কাছা মিয়া, ক্বারী মুহাম্মদ আব্দুল মুকিত সহ আওয়ামী সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।