ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মৌলভীবাজারে দেড় হাজার মামলা দায়ের

পর্যটন ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে করোনা মোকাবেলায় জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে ৩ মাসে বেশ ক’টি অভিযান, মামলা দায়ের সহ ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন উপজেলার ইউএনও, এসিল্যান্ড ও জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন।

গত মার্চ মাসে জেলায় মোট ৮৫ টি মোবাইল কোর্ট ২৩৬ টি মামলা ও অর্থ আদায় হয়েছে ১৭ লাখ ৭ হাজার ৮ শ ৫০ টাকা। এপ্রিলে ১৫৯ টি মোবাইল কোর্টসহ ৯২৪ টি মামলা ও নগদ অর্থ আদায় হয়েছে মোট ১১ লাখ ৯৭ হাজার ৩ শ ৬০ টাকা ও কারাদন্ড দেয়া হয়েছে আরো ১ জনকে। মে মাসে ৯৮ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫শ ৩ টি মামলা দায়েরসহ অর্থ আদায় হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৬শ টাকা। এ মাসে কারাদন্ড দেয়া হয়েছে আরো ৫ জনকে।

সব মিলিয়ে ৩ মাসে মোট ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ৩শ ৪২টি, মামলা দায়ের করা হয়েছে ১ হাজার ৬শ ৬৩টি ও মোট অর্থ আদায় করা হয়েছে ৩৩ লাখ ৯০ হাজার ৮শ ১০ টাকা। জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে এমন তথ্য উপাত্ত দেন।

এদিকে প্রাসী অধ্যুষিত মৌলভীবাজারে এ পর্যন্ত মোট করোনাক্রান্ত হয়েছেন ১৫২জন। জেলায় মোট সুস্থ হয়ে উঠেছেন ৬২ জন। মারা গেছেন মোট ৪জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ২ হাজার ৭শ ২২ জন, বের হয়েছেন ২ হাজার ৫শ ২০ জন। জেলায় মোট বরাদ্দকৃত চাল ২ হাজার ৫শ ৭৫ মেঃটন। এ পর্যন্ত মজুদ আছে ৭ শ ১১ মেঃটন। জেলায় নগদ সরকারি সহায়তা এসেছে ১ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা। এ পর্যন্ত মজুদ আছে ৮ লাখ ৮০ হাজার টাকা। শিশু খাদ্য এসেছে ৩২ লাখ টাকা। মজুদ আছে ২ লাখ টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ