বড়লেখায় মাস্ক না পড়ায় ২৭ জনকে জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পড়ায় ২৭ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক না থাকায় অনেক পথচারীর মাঝে মাস্ক বিতরণও করা হয়।
রবিবার (৭ জুন) দুপুরে বড়লেখা পৌরশহরে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, মাস্ক পড়া বাধ্যতামূলক হলেও অনেকে মাস্ক না পড়ে বাইরে বের হচ্ছেন। মাস্কের ব্যবহার নিশ্চিত করতে রবিবার দুপুরে উপজেলা প্রশাসন বড়লেখা পৌরশহরের অভিযান চালায়। এসময় মাস্ক না পড়ার দায়ে ২৭ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাস্ক না থাকায় অনেক পথচারীর মাঝে মাস্ক বিতরণ করে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, মাস্ক পরিধান বাধ্যতামূলক হলেও অনেকে তা না পড়ে বাইরে বের হচ্ছেন। মাস্ক পড়া বাধ্যতামূলক করতে শহরে অভিযান চালানো হয়েছিল। এসময় মাস্ক না পড়ায় ২৭ জনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি মাস্ক না থাকায় অনেকে পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।