সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৫, বিভাগে ৮৪৮
সিলেটে ক্রমশ বেড়েই চলেছে করোনার সংক্রমণ। জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে । শনিবার নতুন করে ৭৪ জনের করোনা শনাক্ত হওয়ায় সিলেট জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫৩৫ জনের।
শনিবার এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়।
শনাক্ত হওয়ারা সিলেট নগরী, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথসহ বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও আছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৮৪৮ জনের। এরমধ্যে সিলেট জেলার রোগী সংখ্যা ৫৩৫ জন, সুনামগঞ্জে ১৪৪ জন, হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজারে ৯৮ জন।