করোনায় সিলেটে বিএনপি নেতার মৃত্যু
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপি নেতা দবির মিয়া (৬৫) মৃত্যু হয়েছে।
তিনি তেতলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
আজ দুপুরে তাকে হজরত মানিকপীর (রাহ.)’র কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।।
দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাড়ি লকডাউন করা হয়েছে এবং ২৫জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে করোনা শনাক্ত হয় দবির মিয়ার। গতকাল তার শ্বাসকষ্ট খুব বেশি ছিলো।