সুনামগঞ্জের দিরাইয়ে অসহায়ের পাশে দিরাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৫

 

বিশ্বজুড়ে চলছে করোনার একক আদিপত্য। বাংলাদেশে ও এর প্রাদুর্ভাব বেড়েই চলেছে। ফলে কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। করোনা পরিস্থিতি মোকাবেলায় এই সব অসহায় মানুষদের পরিবারের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে দিরাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৫।

দেশেবিদেশে অবস্থানরত ব্যাচের শিক্ষার্থীদের অর্থায়নে শুক্রবার (১৫ মে) দিরাই পৌর এলাকার বিভিন্ন গ্রামের ১৩০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পরিবার প্রতি ৫ কেজি চাল,১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ লিটার ভোজ্যতেল, ১প্যাকেট লাচ্চা সেমাই, ৫০০ গ্রাম চিনি ও ১টা করে সাবান ভালোবাসার উপহার হিসেবে বিতরণ করে দিরাই উচ্চ বিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীরা।

কার্যক্রমটি পরিচালনাকারীরা বলেন, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক দৃষ্টিকোণ থেকেই অসহায় ও কর্মহীন মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছি আমরা। দেশের এই কঠিন সময়ে আশেপাশের অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মানুষগুলোর মুখে হাসি ফুটানোর উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

দেশবিদেশে অবস্থানরত সকল বন্ধুদের প্রতি ধন্যবাদ জানিয়ে তারা আর ও বলেন, ভবিষ্যতেও এইসব সামাজিক কাজে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
তাছাড়া জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ