মৌলভীবাজারে নৌকা ডুবির ৩ ঘন্টা পর লাশ উদ্ধার

মৌলভীবাজারে মনু নদীর মনু ব্যারেজ এলাকায় নৌকা ডুবির ৩ ঘন্টা পর আবির মিয়া নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ১৩ মে বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর এলাকার সুহেল মিয়া ৩ জনকে নৌকা আনতে রাজনগর উপজেলার করাদাই এলাকায় পাঠান। নৌকা নিয়ে ফেরার পথে রাত ৮টার দিকে মনু ব্যারেজ এলাকায় নৌকা উল্টে ৩ জন পানিতে পরে যান। নদী থেকে সাঁতার কেটে ২ জন উঠতে পারলেও আবির সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে আবিরকে মৃত অবস্থায় রাত সোয়া ১১ টায় উদ্ধার করে। পরে লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের বড় ভাই আব্দুল হামিদ জানান, পরিবারের কাউকে না বলে আবির নৌকা আনতে যায়। সে সাঁতার জানতোনা। সাথের ২জন সাঁতার কেটে নদী থেকে উঠে যায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আবির মিয়া মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র।

এ বিভাগের অন্যান্য সংবাদ