ছয় হাসপাতালে মেসির সহায়তা

করোনা ভাইরাস মোকাবিলায় নিজ দেশের ৬টি হাসপাতালকে ৫ লাখ ইউরো সহায়তা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি।

বিশ্বের অন্যান্য দেশের মতো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে আর্জেন্টিনাতেও। দেশটিতে ৬ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত। প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৩১৪ জনেরও অধিক মানুষ। এমন কঠিন পরিস্থিতিতে দেশের মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন লিওনেল মেসি।

নিজের দাতব্য সংস্থা লিওনেল মেসি ফাউন্ডেশনের মাধ্যমে, করোনা ভাইরাস মোকাবিলায় নিজ দেশের ৬টি হাসপাতালকে ৫ লাখ ইউরো সহায়তা দিয়েছেন এই বার্সা তারকা। মেসির দেয়া অর্থে কেনা হয়েছে চিকিৎসা সরঞ্জাম। এর আগে,বার্সেলোনার একটি হাসপাতালে ১০ লাখ ইউরো সহায়তা করেছিলেন মেসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ