ঈদের ছুটিতে যান চলাচলে কড়াকড়ি

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। এই ছুটির মধ্যে ঈদের চারদিন আগে এবং ঈদের দুই দিন যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হবে। যে যেখানে আছে তাকে সেখানে থেকে ঈদ করতে হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগামী ৩০ মে পর্যন্ত ছুটি বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েছি। বৃহস্পতিবার ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে। এই ছুটির মধ্যে ঈদ উদযাপন হবে। তাই ঈদের আগে ও পরে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হবে। প্রাইভেট কারসহ অন্যান্য গাড়িও চলতে দেওয়া হবে না। প্রত্যেককে নিজ নিজ কর্মস্থলে থেকে ঈদ করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২১ মে শবে কদরের ছুটি রয়েছে, ২২ মে এবং ২৩ মে সাপ্তাহিক ছুটি এবং ২৪ থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটি রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি অফিস সমূহ প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। পরবর্তীতে তা কয়েক ধাপে ১৭ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ