বাসে মৃত্যু, করোনা সন্দেহে লাশসহ মাকে নামিয়ে দিলো চালক
ঢাকা থেকে জয়পুরহাটে ফেরার পথে গাড়ির মধ্যেই মারা যাওয়া এক ব্যক্তির লাশ করোনাভাইরাসে আক্রান্ত ভেবে রাস্তায় ফেলে গেছেন বাসের চালক ও হেলপার। গতকাল সোমবার রাতে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হিচমী বাজারে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলা জাহানপুরের বাসিন্দা।
এদিকে খবর পেয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। এ ছাড়াও স্থানীয় প্রশাসনের সহায়তায় লাশটি দাফনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, মিজানুর রহমান ৩-৪ দিন আগে কোমরের ব্যথার চিকিৎসা করাতে ঢাকায় যান। চিকিৎসা শেষে মাকে নিয়ে ঢাকার বিশ মাইল থেকে ২ হাজার টাকা চুক্তিতে সোমবার রাতে তিনি আহাদ পরিবহনের একটি বাসে করে জয়পুরহাটে রওনা দেন। কিন্তু রাস্তায় মিজানুর রহমান মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাতেই হিচমী বাজারে মা ও তার ছেলের লাশটি ফেলে দিয়ে চলে যান বাসের চালক ও হেলপার। পরে স্থানীয়রা জানতে পারলে এলাকায় অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় কয়েকজন দোকানদার বলেন, রাতে তারা ডিউটি করে সাহরি খেতে যান। পরে সাড়ে ৩টার দিকে তারা এসে দেখেন, এক মাসহ তার সন্তানের লাশটি রাস্তার ধারে পড়ে আছে।