সিলেটে মশক নিধন কার্যক্রম শুরু
সিলেটে মশক নিধন কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
শনিবার (৯ মে) সকাল ১১টায় নগরের ১ নম্বর ওয়ার্ডের শাহজালাল (র.) মাজার এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়।
এসময় ফগার মেশিন দিয়ে মশক নিধন অভিযান উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মশক নিধন কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা ও সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।