সিলেটে খুলছে ফ্যাশন হাউজ আড়ং
আগামীকাল রবিবার (১০ মে) থেকে খুলছে ফ্যাশন হাউজ আড়ং। সিলেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রাখার সম্মিলিতি সিদ্ধান্ত হলেও কাল থেকে ক্রেতারা কেনাকাটা করতে পারবেন।
অনলাইনে আড়ংয়ের ওয়েবসাইট বা ফেসবুক পাতায় নিবন্ধন করে ক্রেতারা সিলেট নগরের নয়াসড়কে অবস্থিত আড়ংয়ের আউটলেটে ঢুকে কেনাকাটা করতে পারবেন।
আড়ংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা আশরাফুল আলম সাংবাদিকদের জানান, সিলেটসহ সারাদেশে আড়ংয়ের ২১টি আউললেট রয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জ ও রাজধানীর বাসাবো এলাকার আউটলেট খুলবে না। এছাড়া যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আউটলেট দুটিও মার্কেট খোলা না থাকায় বন্ধ থাকবে। বাকি ১৭ আউটলেট খোলা থাকবে।
আউটলেট খোলার ক্ষেত্রে গ্রাহক ও বিক্রয়কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘দূরত্ব সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে অগ্রিম বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ফলে কোনো গ্রাহক কোনো আউটলেটেই প্রিবুকিং ছাড়া আসতে পারবেন না। প্রি বুকিং এর জন্য কয়েকটি পোর্টাল এর উদ্বোধন করা হবে। যে পোর্টালে ক্রেতাদের জন্য আউটলেট এবং সময় নির্ধারণ করে দিয়ে একটি এসএমএস দেওয়া হবে। সেই এসএমএস দেখানোর পরই কেবল ক্রেতারা ভেতরে প্রবেশ করতে পারবেন।’
তিনি জানান, প্রবেশের সময় প্রত্যেক গ্রাহকের শরীরের তাপমাত্রা মাপা হবে। কারও শরীরের তাপমাত্রা বেশি থাকলে তাকে ওই আউটলেটে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। প্রত্যেক গ্রাহকের মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। প্রত্যেক গ্রাহকের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা আড়ং থেকে করা হবে। গ্রাহকরা যখন ভেতরে প্রবেশ করবেন তখন পরস্পর থেকে কমপক্ষে তিন ফিট দূরত্বে থাকা বাধ্যতামূলক করে গোল চিহ্ন করে দেওয়া হবে। আড়ংয়ের প্রত্যেক কর্মচারীকেও সর্বোচ্চ সর্তকতা মাধ্যমে নিরাপত্তা দেওয়া হবে। তাদের প্রত্যেককে বাসা থেকে নিয়ে আসার ব্যবস্থা থাকছে।’
প্রসঙ্গত, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ১০ মে থেকে দোকানপাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। বেশ কয়েকটি শর্ত মেনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শপিং মল খোলা রাখা যাবে। এ অবস্থায় করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিলেটের সকল দোকানাপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। শুক্রবার (৮ মে) নগর ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবসায়ীরা সম্মিলিত এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে নগরের নয়াসড়ক ব্যবসায়ী সমিতি নয়সাড়ক এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান।