করোনার উপসর্গ নিয়ে সিলেটে নারী-পুরুষের মৃত্যু
সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে (সদর হাস্পাতাল) করোনা উপসর্গ নিয়ে শুক্রবার একজন নারী ও একজন পুরুষ মারা গেছেন। মৃত নারী নগরীর দাড়িয়াপাড়ার বাসিন্দা ও পুরুষ সিলেটের বিশ্বনাথ উপজেলার।
সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তাদের শরীরে জ্বর, ব্যাথা থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে।