গোলাপগঞ্জে আরেকজন করোনায় আক্রান্ত

 

সিলেটের গোলাপগঞ্জে আরও একজন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার লক্ষ্মীপাশা ইউপির জাঙ্গালহাটা গ্রামের ২০ বছর বয়সী তরুণী । এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা ২জন হয়েছে।
বর্তমানে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গেছে, ওই কয়েকদিন থেকে জ্বরে ভুগছিলেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হলে সেখান থেকে নমুনা পরীক্ষা রোববার রাতে তার রিপোর্ট আসে পজেটিভ।

আজ বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স।

এ বিভাগের অন্যান্য সংবাদ