সুনামগঞ্জে ধান কাটা শেষের পথে
সুনামগঞ্জের চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি না হয়ে দ্রুত সময়ে এখানকার কৃষকরা মাঠের পাকা ধান গোলায় তুলতে সীমাহীন ব্যস্ত সময় পার করছেন।
সুনামগঞ্জ কৃষি বিভাগ জানিয়েছে, ধান কাটা শেষের দিকে। এখন পর্যন্ত জেলায় আবাদকৃত ২ লাখ ১৯ হাজার ৩০০ হেক্টর জমির মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৭৬০ হেক্টর জমির ধান কাটা শেষ। এর মধ্যে হাওরে ৮০ ভাগ, হাওরের বাইরে ২৯ ভাগ ধান কাটা শেষ হয়েছে। গড়ে জেলায় ৭০ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। আশা বাদী এই সপ্তাহে শেষ হয়ে যাবে।
সোমবার সরজমিনে জেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়, মৌসুমের শেষ সময়ে এসে হাওরে হাওরে চলছে বোরো ধান কাটা, মাড়াই-ঝাড়াইয়ের উৎসব। সোনালী ধানের মিষ্টি গন্ধে মুখে তৃপ্তির হাসি নিয়ে কৃষক-কৃষাণিরা ধান কাটা, মাড়াই-ঝাড়াই আর গো-খাদ্য খড় শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছে। মাড়াই-ঝাড়াই শেষ হলে ধান শুকিয়ে গোলায় তুলতে কৃষাণিরা ওই ধান খলায় আর বাড়ির উঠানে ছড়িয়ে রেখে শুকানোর কাজে ব্যস্ত রয়েছেন।
দেখার হাওরের কৃষক রহিম মিয়া কৃষকরা জানিয়েছেন, এবারের বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। আগাম বন্যার শঙ্কা থাকলেও এখন পর্যন্ত কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন না হওয়ায় অনেকটা হেসে-খেলেই ধান তুলতে পেরেছি । তবে করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকট থাকায় ধান তুলা নিয়ে কিছুটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম । তবে আল্লাহর রহমতে আমার সব ধান কেটে ফেলছি।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সফর উদ্দিন বলেন, ভাইরাসের কারনে শ্রমিক সংকট দেখা দেওয়ায় ধান কাটা নিয়ে শংকিত ছিলেন সবাই। তবে আমাদের দুশ্চিন্তা কেটে গেছে। কৃষকরা জেলায় গড়ে প্রায় ৭০ শতাংশ ধান ইতিমধ্যে ঘরে তুলতে সক্ষম হয়েছেন।