বালাগঞ্জে ‘ছড়া বাংলার’ খাদ্য সামগ্রী উপহার
মহামারি করোনা ভাইরাসের সংকট মোকাবেলা ও পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ছড়াসাহিত্যের সংগঠন ‘ছড়া বাংলা’ থেকে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের নিম্ন আয়ের অর্ধ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে।
কুশিয়ারার কূল গণমাধ্যম ও বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সার্বিক তত্ত্বাবধানে শনিবার রাতে সংগঠনের নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকার প্রকাশক কবি-ছড়াকার হুসাইন আহমদ, দৈনিক যুগান্তরের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি শামীম আহমদ, ছড়া বাংলার নির্বাহী পরিচালক ও বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি আ.হ ইমন শাহ, দৈনিক মানবজমিনের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. আব্দুস শহিদ, বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কাজল মিয়া, অর্থ সম্পাদক মো. মুমিন মিয়া ও সাংবাদিক এ এস রায়হান প্রমুখ।
ছড়া বাংলার চেয়ারম্যান ইশতিয়াক হোসেন দুদু মুঠোফোনে জানান, করোনা ভাইরাসের বৈশ্বিক পাদুর্ভাবে পর্দুদস্ত নিম্ন আয়ের পরিবারগুলো অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছেন। আমাদের সাধ্য মত আমরা এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, করছি। এই দুর্যোগে সমাজের বিত্তবানরা অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসলে তারা কিছুটা হলেও উপকৃত হবেন ।
ছড়া বাংলার নির্বাহী পরিচালক কবি আ.হ ইমন শাহ বলেন, দান করলে কেউ দেউলিয়া হন না, মানব কল্যাণে আমাদের সংগঠন থেকে নেয়া এই ক্ষুদ্র উদ্যোগটি বাস্তবায়ন করতে পেরে আমরা কিছুটা হলেও দায়মুক্ত হতে পেরেছি। ভবিষ্যতেও আমাদের এই উদ্যোগটি অব্যাহত থাকবে।