ওসমানীনগরে প্রথম করোনা রোগী শনাক্ত
সিলেটের ওসমানীনগরে প্রথম এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি দয়ামীর ইউনিয়নে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলায় একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় ঐ এলাকার রোগীর বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়াও রোগীকে পুনরায় ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছেন। আক্রান্ত ব্যক্তি কার কার সাথে মিশেছে বা কিভাবে আক্রান্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, আক্রান্ত ব্যক্তির বয়স ৫৫ বছর। তিনি বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ওসমানীনগরের একজন আছেন বলে গতকাল রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে যায়। এতে করে পুরো উপজেলাজুড়ে আতংক দেখা দেয়।