সিলেটে আরও দুইজনের শরীরে করোনা
সিলেটে নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরো ২ জন।
নতুন আক্রান্ত ২ জনের মধ্যে ১ জন করোনা আক্রান্ত হয়ে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুণরায় পরীক্ষার পর ওই রোগীর রিপোর্ট আবারো পজেটিভ আসে। আর অপরজন নতুনভাবে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় ।
ওসমানী মেডিকেল কলেজে আজ মোট ৮৩ জনের সমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৮১ জনের রিপোর্ট আসে নেগেটিভ এবং ২ জনের রিপোর্ট আসে পজেটিভ। এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ জনে।
এর আগে ২৮ এপ্রিল মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় স্থাপিত ল্যাবে মোট ৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৭৬ জনের রিপোর্ট আসে নেগেটিভ এবং ৪ জনের রিপোর্ট আসে পজেটিভ।