সিলেটে আরও ১৬ জনের করোনা শনাক্ত
সিলেটে নতুন করে আরো ১৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
তবে সিলেটের কোন জেলায় কতজন তা জানায়নি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কতৃর্পক্ষ।
বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আজ মোট ১৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৪৯ জনের রিপোর্ট আসে। ১৪৯ রিপোর্টের মধ্যে ১৩৩ জনের নেগেটিভ এবং ১৬ জনের রিপোর্ট আসে পজেটিভ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
এই নিয়ে ওসমানী হাসপাতালে নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৪৬ জনে। এর বাহিরে সুনামগঞ্জে বহিরাগত একজন ও হবিগঞ্জে আরো ১ জন করোনা রোগী রয়েছে।