শাল্লায় তিনজনের করোনা

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এই প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

জানা যায়, আক্রান্তদের মধ্যে হাসপাতালের একজন স্টাফও রয়েছেন। বাকিদের একজন প্রাণ আরএফেল গ্রুপের গাড়ি চালাতেন। কিছু দিন আগে সে বাড়িতে এলে তার নমুনা সংগ্রহ করা হয়। আর আরেকজন হাসপাতালে ঘুরতে গেলে ডাক্তার তাকে ডেকে নিয়ে নমুনা সংগ্রহ করে। পরে তাদের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ আবুল ফাত্তহ সাদি জানিয়েছেন এপর্যন্ত ৩৬ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল এদের মধ্যে তিন জনের করোনা পজেটিভ এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ