করোনার উপসর্গ নিয়ে সিলেটে একজনের মৃত্যু
সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আজ রাতে একজন মারা গেছেন।
মারা যাওয়া ব্যক্তির জ্বর-সর্দি ছিল বলে জানিয়েছেন শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত কুমার।
তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা। আজ বিকেলে ভর্তি করা হয়েছিল। ভর্তির কয়েক ঘন্টার মধ্যে তিনি মৃত্যুবরণ করেন।
করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।