সুনামগঞ্জের দিরাইয়ে করোনা রোগী শনাক্ত
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহের পর ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাত দেড় টার দিকে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান। তিনি জানান দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে আসা একাধিক রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সবার নেগিটিভ আসলেও দিরাই উপজেলার পেরুয়া গ্রামের নারায়ণগঞ্জ ফেরত এক যুবক (২০) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার টাইলা গ্রামের ঢাকা ফেরত এক মহিলা (৫০) এর পরীক্ষায় করোনা পজিটিব আসে।
ডাঃ মাহবুবুর রহমান বলেন, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র (আইইডিসিআর) থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে খবর আসার সাথে সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।