মক্কা-মদিনায় মসজিদে উপস্থিতি স্থগিত থাকবে রমজানে
পবিত্র রমজান মাসেও করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে সর্বসাধারণের জন্য তারাবিহসহ পাঁচ ওয়াক্ত নামাজে উপস্থিতি স্থগিত থাকবে।
সোমবার রাতে দেশটির হারামাইন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আবদুর রহমান আস সুদাইস এ তথ্য জানিয়েছেন।
সৌদি স্বাস্থ্যবিষয়ক যৌথ কমিটির পরামর্শে জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ড. আবদুর রহমান আস সুদাইস জানান, এ সময় তারাবিহ ও তাহাজ্জুদের নামাজ সংক্ষিপ্ত আকারে পাঁচ সালামে (১০ রাকাত) আদায় করা হবে।
এ রমজানে হারামাইনে ইতিকাফ ও চিরাচরিত ইফতার প্রোগ্রাম বন্ধ থাকবে। তবে হারামাইনের ইফতার মক্কা ও মদিনা উভয় শহরে বিতরণ করা হবে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত উমরাহ বন্ধ থাকবে।
উল্লেখ্য, মক্কা ও মদিনা উভয় শহরেই বর্তমানে ২৪ ঘণ্টার কারফিউ চলমান রয়েছে।