নতুন করে প্রায় ৫শ’ আক্রান্ত, মৃত্যু ১শ’ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ মানুষ করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। আর মারা গেছেন ১০ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গতকালের থেকে আজকে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। আর মৃত্যু ১০০ ছাড়িয়ে গেছে।

গতকাল রোববার কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছিল ৩১২ জন। আর মারা যায় ৭ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ