টেলিভিশনে পাঠদানের নতুন রুটিন

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের টেলিভিশনে পাঠদান সম্প্রচারের ২৩ এপ্রিল পর্যন্ত নতুন রুটিন প্রকাশ করছে সংশ্লিষ্ট দপ্তর। গতকাল শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক স্তরের টেলিভিশনে পাঠদান ‘ঘরে বসে শিখি’ প্রোগ্রামের রুটিন প্রকাশ করে। আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক স্তরের ‘আমার ঘরে আমার ক্লাস’ প্রোগ্রামের সূচি প্রকাশ করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক জানান, যতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিনই টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রম চলবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ জানান, শিক্ষার্থীদের বাসায় লেখাপড়ার চর্চা চালিয়ে যাওয়ার লক্ষ্যে টেলিভিশনে পাঠদান সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এতে বাড়ির কাজের ওপর শিক্ষার্থীর মূল্যায়ন হবে।

করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ১৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে এর সঙ্গে রোজাসহ বিভিন্ন ছুটি যোগ হওয়ায় স্কুল-কলেজ ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ