সুনামগঞ্জে দ্রুত ধান কাটতে বিজ্ঞপ্তি

সুনামগঞ্জে হাওরের বোরো ধান অতিদ্রুত কাটার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী আগাম বৃষ্টি ও বন্যার আশঙ্কা থাকায় জেলা প্রশাসন এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সোমবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৭-২০ এপ্রিল পর্যন্ত সময়ে মেঘালয় ও বরাক অববাহিকায় ১৫০ থেকে ২৫০ মিলিমিটার এবং ত্রিপুরা অববাহিকায় ১০০ থেকে ১২০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরেও উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফসলরক্ষা বাঁধের কাজ বাস্তবায়নের সঙ্গে সঙ্গে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট পিআইসিসহ সকলকে নিজ কর্মক্ষেত্রে অবস্থান করে বাঁধের নিবিড় মনিটরিং জোরদার নিশ্চিত করার জন্য বলা হচ্ছে। বিশেষ করে যেসব ঝুঁকিপূর্ণ ক্লোজার পয়েন্ট রয়েছে সেসব স্থানে সংশ্লিষ্ট পিআইসিদের উপস্থিতি ও সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করতে হবে।

বাঁধের কোনো ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিলে বা ভেঙে গেলে তাৎক্ষণিক মেরামত করতে হবে। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানাতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ