পালিয়ে গেল আইসোলেশন ওয়ার্ডে রাখা হাজতি

হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সুজন আলী (২৫) নামে এক হাজতি পালিয়ে গেছেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে পালিয়ে যায় সে।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশের চোখ এড়িয়ে হাতকড়াসহ গ্রিল ভেঙে পালিয়ে যান সুজন আলী।

সুজন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের মল্লিকের ছেলে। সে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ এপ্রিল সন্ধ্যায় তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। করোনার লক্ষণ থাকায় ওই রাতেই তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে ইতোমধ্যেই অভিযান শুরু হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ