টিউশনির টাকায় খাবার নিয়ে আসহায়দের পাশে সাইফুল
কর্মহীন মানুষের বাড়ি বাড়ি টিউশনির টাকা দিয়ে খাবার কিনে পৌঁছে দিচ্ছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী সাইফুল ইসলাম শান্তি।
শান্তি রবিবার থেকে ১১০ জন খাদ্যহীন মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন।
তিনি জানান, পড়ালেখার পাশাপাশি বেশ কয়েকটি টিউশনি পড়ান। টিউশনি করে কিছু টাকা বাঁচিয়ে এসব খাবার বিতরণ করেছেন তিনি। চাল, ডাল এবং সাবানের প্যাকেট নিয়ে তিনি নিজে সাইকেল চালিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে এসব খাবার বিতরণ করেছেন।
এর আগে, তিনি নিজের ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গিয়ে মাইকিং করে করোনাভাইরাসের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণা চালান। এসময় তিনি বিনামূল্যে মাস্ক সরবরাহ করেন। এছাড়াও সাইফুল ইসলাম সাইকেল চালিয়ে বেশ কয়েক বছর ধরে বাল্যবিবাহ প্রতিরোধ, প্রশ্ন ফাঁস, দুর্নীতি বিরোধী নানা প্রচারণার কাজ করছেন।