হাট-বাজার খোলা ময়দানে স্থানান্তর নির্দেশ

গ্রামের বিভিন্ন জায়গায় বসা হাট-বাজার স্থানান্তরের নির্দেশ দিয়েছে সরকার। আজ রোববার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রশাসন-১ শাখার উপসচিব ড. জুলিয়া মইন স্বাক্ষরিত অতি জরুরি এ আদেশে বলা হয়, দেশের গ্রামাঞ্চলের অধিকাংশ হাট-বাজার সংকীর্ণ স্থানে অবস্থিত, ফলে সেখানকার অবস্থানরত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে যেকোনো ভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে যায়।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাস করে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে গ্রামীণ হাট-বাজার, কাঁচা বাজারসমূহ স্কুলের মাঠ, খেলার মাঠ, খোলা জায়গায় স্থানান্তরের প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আদেশটি ইতোমধ্যে দেশের প্রত্যেকটি অঞ্চলের জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ