জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ
সিলেট জেলা পুলিশের আওতাধীন সকল থানায় খাদ্য সঙ্কটে থাকা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের সহায়তা দেবে পুলিশ ।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য জানান তাঁর জেলা পুলিশের ফেসবুক পেইজে ।
তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণের এই সময়ে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত অনেকেই খাদ্য সঙ্কটে পড়ে আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা সাধ্যমত আপনাদের সাহায্য করার চেষ্টা করছি।
০১৭৬৯-৬৯২ ৯৭৮ এই নাম্বারে অথবা জেলা পুলিশের ফেসবুক পেইজে ম্যাসেজ দিলে পৌঁছে যাবে খাদ্য সামগ্রী৷
পুলিশ সুপার বলেন আমাদের সিলেট জেলার এগারো থানার আওতাধীন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত কোন পরিবার যদি খাদ্য সঙ্কটে পড়েন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যাচাই পূর্বক তাদের পাশে থাকার চেষ্টা করব।